৪% হার মুনাফায় কোন টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
Solution
Correct Answer: Option A
চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য = ১
বা, p{(১ + r)n - ১ - nr} = ১
বা, p {(১ + ০.০৪)২ - ১ - (২ × ০.০৪)} = ১
বা, p (১.০৮১৬ - ১ - ০.০৮)= ১
বা, p= ১/০.০০১৬
বা, p= ৬২৫