জাপানের পার্লেমেন্টের নাম ডায়েট। এটি দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। এর নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষের নাম হাউজ অব কাউন্সিলরর্স।
আরো কিছু পার্লামেন্টঃ
বাংলাদেশ : জাতীয় সংসদ
অষ্ট্রেলিয়া : পার্লামেন্ট
ভারত পার্লামেন্ট : (লোকসভা ও রাজ্যসভা)
পাকিস্তান : জাতীয় পরিষদ ও সিনেট
নেপাল : কংগ্রেস
শ্রীলংকা : পার্লামেন্ট
আফগানিস্তান : লয়া জিরগা
ভূটান : মোংডু
ব্রাজিল : ন্যাশনাল কংগ্রেস
কানাডা : পার্লামেন্ট
চীন : কংগ্রেস
ডেনমার্ক : ফোকেটিং
মিশর : দারুল আওয়াম
ফ্রান্স : চেম্বার
জার্মানি : রাইখষ্ট্যাগ
ইন্দোনেশিয়া : পার্লামেন্ট
ইরান : মজলিশ
ইতালি : সিনেট
ইরাক : পার্লামেন্ট