Solution
Correct Answer: Option C
- ‘আগুন’ এর সমার্থক শব্দ: অনল, অগ্নি, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন।
- প্রজ্বলিত অর্থ উজ্জ্বল, আলোকিত, দীপ্ত।
- সুবর্ণ অর্থ মোহর, সোনা;
- মার্তণ্ড অর্থ সূর্য,
- কর অর্থ হাত।