Solution
Correct Answer: Option C
হেমন্ত সেন ছিলেন বাংলার হিন্দু সেন রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি সেন বংশের মূল প্রতিষ্ঠাতা "সামন্ত সেনের" পুত্র। সামন্ত সেন রাজা উপাধি ধারণ করেননি, কিন্তু তার পুত্র হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম 'মহারাজা' উপাধি ধারণ করেন।
- সেনরা প্রথমে ছিলো ব্রাহ্মণ এবং পরবর্তীতে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়ে যায়। যার কারণে এরা ‘ব্রহ্মক্ষত্রিয়’ নামে পরিচিত। তাদের আদিনিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাটকে।
- বিজয় সেন ‘সর্বশ্রেষ্ঠ সেন রাজা’ হিসেবে বিবেচিত।
- লক্ষণ সেন সর্বশেষ রাজা সেন রাজবংশের, ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি তাকে পরাজিত করে বাংলা দখল করেন।
- 'কৌলিন্য প্রথার' চালু করেন বল্লাল সেন।