বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?

A বিশেষন

B সর্বনাম

C অব্যয়

D বিশেষ্য

Solution

Correct Answer: Option A

- বাংলা ভাষায় বিশেষণ পদের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের লিঙ্গ নিয়ম অনুসরণ করে না। সংস্কৃতে যেখানে পুরুষবাচক বিশেষ্যের সাথে পুরুষবাচক বিশেষণ (যেমন- বিদ্বান লোক) এবং স্ত্রীবাচক বিশেষ্যের সাথে স্ত্রীবাচক বিশেষণ (যেমন- বিদুষী নারী) ব্যবহৃত হয়, বাংলা ভাষায় সেই নিয়ম প্রযোজ্য নয়।
- উদাহরণস্বরূপ, বাংলায় 'সুন্দর' বিশেষণটি উভয় লিঙ্গের ক্ষেত্রেই একইভাবে ব্যবহৃত হয় - যেমন 'সুন্দর বালক' এবং 'সুন্দর বালিকা'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions