নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
A ডিসেম্বর ১৬, ১৯৭১
B ২৬ মার্চ, ১৯৭১
C ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
Solution
Correct Answer: Option C
- মাসের তারিখ লিখতে বার ও মাসের পর বিরাম চিহ্ন ‘কমা’ বসবে।
- যেমন: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।