গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?

A তৎসম

B দেশী

C অর্ধ-তৎসম

D বিদেশী

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোই অর্ধ-তৎসম শব্দ।
- অর্ধ- তৎসম মানে আধা সংস্কৃত। যেমন:
তৎসম - অর্ধ-তৎসম
জ্যোৎস্না - জোছনা 
কৃষ্ণ - কেষ্ট
বৈষ্ণব - বোষ্টম
গৃহিনী - গিন্নি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions