৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩ । ঐ মিশ্রনে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
পানি:চিনি=৭:৩
অনুপাতদ্বয়ের যোগফল= ৭+৩=১০
∴ পানি=(৭/১০) x ৬০= ৪২ লিটার
∴ চিনি= (৩/১০) x ৬০= ১৮ লিটার
মনেকরি,
নির্ণেয় চিনি পরিমাণ=x মিটার
প্রশ্নমতে,
৪২/(১৮ x X)=৩/৭
⇒ ৫৪+৩x=২৯৪
⇒ ৩x=২৪০
⇒ x=৮০