তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
A ১২ বার
B ৬ বার
C ৪ বার
D ৩ বার
Solution
Correct Answer: Option D
২, ৩, ৪ এর ল.সা.গু = ১২
আমরা জানি,
১ দিন= ২৪ ঘণ্টা
∴ ১দিনে বাজবে = (২৪/১২) + ১ =২+১= ৩ বার