2 সে মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে মি?
A Π – 4
B 4 – Π2
C 4 – Π
D 2 – Π
Solution
Correct Answer: Option C
এখানে,
বর্গের একবাহু = 2
'' ক্ষেত্রফল = 22= 4
আবার,
বৃত্তের ব্যাসার্ধ=(বর্গের একবাহু)/2=2/2=1
∴ বৃত্তের ক্ষেত্রফল= Πr2=Π.12=Π.1= Π
∴ বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল= 4 - Π