নিচের কোনটি জীবাশ্ম জালানী নয়?

A পেট্রোল

B বায়োগ্যাস

C কয়লা

D প্রাকৃতিক গ্যাস

Solution

Correct Answer: Option B

- বর্জ্য পদার্থ যেমন গোবর, হাঁস-মুরগীর মলমূত্র, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরি হয় তাকে বায়োগ্যাস বলে।
- বায়োগ্যাসে ৬০-৭০ ভাগ মিথেন থাকে।
- অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি এক প্রকার জ্বালানি, যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়।
- পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও কয়লা হলো জীবাশ্ম জ্বালানি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions