৯৫তম অস্কার পুরস্কার ২০২৩ এর সেরা চলচ্চিত্র কোনটি?

A হিলিয়াম

B গ্রাভিটি

C টুয়েন্টি ফিট ফ্রম স্টারডম

D এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

Solution

Correct Answer: Option D

* সেরা চলচ্চিত্র- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
* সেরা অভিনেতা- ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
* সেরা অভিনেত্রী- মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
* সেরা পরিচালক- ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
* সেরা মৌলিক গান- নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
* সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র- অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions