ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
A সুকুমার সেন
B সুকুমারী ভট্ট্রাচার্য
C নিহার রঞ্জন রায়
D সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Solution
Correct Answer: Option D
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ও The Origin and Development of the Bengali Language (ODBL) |
- ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থের লেখক সুকুমার সেন।
- নীহাররঞ্জন রায় রচিত গ্রন্থ ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব ।