নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?

A আমন্ত্রণপত্র

B মানপত্র

C নিমন্ত্রণপত্র

D স্মারক পত্র

Solution

Correct Answer: Option B

- আনুষ্ঠানিকভাবে কাউকে বরণ বা বিদায় জানানাের জন্যে যে সম্মাননাপত্র রচনা করা হয়, তাকে মানপত্র বলে।
- মানপত্র সাধারণত সামাজিক, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রচুর দর্শক-শ্রোতার উপস্থিতিতে পাঠ করে সংবধেয় ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।
- মানপত্রের ভাষা পরিশীলিত ও সমৃদ্ধ হতে হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions