‘ঢাকের কাঠি’ এই বাগধারাটি সাথে কোন বাগধারাটির মিল আছে?
A তাসের ঘর
B চোখের বালি
C গুড়ে বালি
D খয়ের খাঁ
Solution
Correct Answer: Option D
- ‘ঢাকের কাঠি' বাগধারার অর্থ তোষামুদে এবং খয়ের খাঁ বাগধারার অর্থ চাটুকার, যা সমার্থক। চোখের বালি- অপ্রিয় ব্যক্তি; গুড়ে বালি- আশায় নৈরাশ্য।