একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরুপ হবে?
A সমান
B সর্বসম
C অসমান
D সদৃশকোণী
Solution
Correct Answer: Option D
একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটিকে পরস্পর সদৃশকোণী ত্রিভুজ বলে। এক্ষেত্রে ত্রিভুজদ্বয় সর্বসম নাও হতে পারে।