Solution
Correct Answer: Option D
- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়।নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অন্যদিকে জাপান সূর্যোদয়ের দেশ, কানাডা ম্যাপল পাতার দেশ ও থাইল্যান্ড মুক্তভূমি নামে পরিচিত।
- আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিক সার্কেল থেকে উপরে অবস্থিত অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে সূর্য কখনও অস্ত যায় না। এই ঘটনাকে নিশীথ সূর্য বলা হয়।
- নরওয়ে আর্কটিক সার্কলের উত্তরে অবস্থিত, তাই এখানে গ্রীষ্মকালে জুন মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য কখনও অস্ত যায় না।
- নরওয়ের উত্তরের শহর সোনারসেইবে, গ্রীষ্মকালে সূর্য ২৪ ঘন্টা ধরে আকাশে থাকে। এই সময়ের মধ্যে, দিন এবং রাতের মধ্যে কোনও পার্থক্য থাকে না।