Solution
Correct Answer: Option D
- ‘পত্র' শব্দটির স্মারক বা চিহ্ন।
- কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের কোনো ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে, তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে।
- ব্যক্তিগত পত্রের কাঠামোতে ছয়টি অংশের মধ্যে পত্র লেখকের স্থান ও তারিখ অন্যতম।
- এটি ওপরের ডানদিকে তারিখ এবং যে স্থানে বসে পত্র লেখা হচ্ছে তার নাম লিখতে হয়।