‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।– এ মতের প্রবক্তা কে?

A স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন

B ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ

C ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

D ক ও গ 

Solution

Correct Answer: Option D

- স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions