কালাম ও তার চার পুত্রের বয়সের গড় ২০ বছর। কালা্মের স্ত্রী ও ঐ চার পুত্রের বয়সের গড় ১৮ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?
A ২৫ বছর
B ৩০ বছর
C ৩২ বছর
D ২৬ বছর
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
কালামের বয়স = ৪০ বছর
আবার,
কালাম ও ৪ পুত্রের মোট বয়স = ৫ × ২০ = ১০০ বছর
.: ৪ পুত্রের মোট বয়স = ১০০ - ৪০ = ৬০ বছর
কালামের স্ত্রী ও ৪ পুত্রের মোট বয়স = ৫ × ১৮ = ৯০ বছর
.: কালামের স্ত্রীর বয়স ৯০ - ৬০ = ৩০ বছর।