১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
✔ রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
✔ উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
✔ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
✔ অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
✔ স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
✔ পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
✔ প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
✔ চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
✔ ডেপুটি চিফ অব স্টাফ এবং
✔ বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।