Solution
Correct Answer: Option D
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।