দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Solution
Correct Answer: Option C
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- দুটি বিশেষণ পদ একটি বিশেষ্যকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। এ সমাসে যে, যিনি, যেটি ইত্যাদি ব্যাসবাক্যে বসে।
- যেমন: যা কাঁচা তাই মিঠা (বিশেষণ+বিশেষণ) = কাঁচামিঠা।
- প্রদত্ত উদাহরণে 'কাঁচা' ও 'মিঠা' হলো বিশেষণ পদ।
অন্যদিকে,
- ঘি মিশ্রিত ভাত (বিশেষ্য+বিশেষ্য) ঘিভাত (মধ্যপদলোপী কর্মধারয়);
- যিনি খাঁ তিনিই সাহেব (বিশেষ্য+ বিশেষ্য) খাঁসাহেব (কর্মধারয়);
- লোনা যে জল (বিশেষণ+বিশেষ্য) লোনাজল (কর্মধারয়)।