সূর্যের চারদিকে ঘোরার সময় ২১ জুন পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে এসে পৌঁছে যায় যেখানে উত্তর গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে।
ফলে উত্তর গোলার্ধে দিন সর্বাধিক বড় এবং রাত সর্বাধিক ছোট হয়।
একইভাবেঃ
✔ পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✔ উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২২ ডিসেম্বর।
✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২২ ডিসেম্বর।
✔ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২১ জুন।
✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২১ জুন।