3x-4y=10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত হবে?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
3x - 4y = 10............(1)
6x - 8y = 18..............(2)
(1) × 2 - (2) ⇒
6x - 8y - (6x - 8y) = 20 - 18
6x - 8y - 6x + 8y = 2
এখানে
দেখা যাচ্ছে উভয় চলক কেটে যায়।
আবার (1) ও (2) নং সমীকরণ যোগ করলে দুইটি চলক থেকে যায়।
রাশিদ্বয়ের এমন কোনো মান নেই যা সমীকরণগুলো সিদ্ধ হয়।
সঠিক উত্তর হবে অপশন ঘ) কোনটিই নয়