দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে , বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪
তাদের ল.সা.গু ১৮০
মনে করি,
একটি সংখ্যা ৩ক
অপর সংখ্যা ৪ক
সংখ্যা দুইটির ল.সা.গু = ১২ক
প্রশ্নমতে,
১২ক = ১৮০
বা, ক = ১৫
বড় সংখ্যাটি = ৪ক
= (৪ × ১৫)
= ৬০