4a 2 + 9b 2 রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?
A 6ab
B 12ab
C 18ab
D 24ab
Solution
Correct Answer: Option B
4a² + 9b2
= (2a)2 + 2 . 2a . 3b + (3b)2 - 12ab
= (2a + 3b)2 - 12ab
অতএব, 4a2 + 9b2 রাশিটির সাথে 12ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।