শতকরা বার্ষিক কত হারে সুদে কোন আসল ১০ বছরে সুদে মুলে তিনগুন হবে?
Solution
Correct Answer: Option D
ধরি,
আসল = ১ টাকা
সুদাসল = ৩ টাকা
সুদ = ৩ - ১ = ২ টাকা
সময় = ১০ বছর
আমরা জানি,
সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
বা, সুদের হার = (১০০ × ২)/(১ × ১০)
∴ সুদের হার = ২০%