- ১৯৭৪ সালে লাহোরে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর ২য় সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে মুসলিম দেশগুলো পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে।
- এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের ব্যাপারে শর্ত আরোপ করেন যে, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দিলে বাংলাদেশ OIC সম্মেলনে যোগদান করা থেকে বিরত থাকবে।
- ফলশ্রুতিতে মুসলিম বিশ্বের চাপ আর বঙ্গবন্ধুর শর্তে রাজি হয়ে পাকিস্তান ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।