What is the name of a shape with nine sides?
Solution
Correct Answer: Option B
- সরলরেখা দ্বারা আবদ্ধ সমতল যে কোন চিত্রকে বহুভুজ বলে।
- নয়টি বাহু বেষ্টিত ক্ষেত্রকে Nonagon (নবভুজ) বলে।
অন্যদিকে,
- সাতটি বাহু বেষ্টিত ক্ষেত্রকে Heptagon (সপ্তভুজ)
- আটটি বাহু বেষ্টিত ক্ষেত্রকে Octagon (অষ্টভুজ) বলে।