Your conduct admits - no excuse.
Solution
Correct Answer: Option C
admit –প্রবেশ করতে দেওয়া, ভিতরে আসতে দেওয়া, ভর্তি করা।
- Admit শব্দটি যদি কোন স্বীকারোক্তির বেলায় কোন সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই বোঝায় তবে এর সাথে ‘of ’ Preposition ব্যবহৃত হবে।
- আর যদি স্বীকার করা/ কবুল করা বুঝায় তবে সে সেক্ষেত্রে এর সাথে ‘to’ preposition ব্যবহৃত হয়।