একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
Solution
Correct Answer: Option B
- 'পত্র' শব্দটির অর্থ স্মারক বা চিহ্ন।
- কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের কোনো ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে, তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে।
- একটি চিঠি মূলত দুটি অংশে বিভক্ত। যথা: শিরোনাম (এটি পত্রের বাইরের অংশ। এই অংশে খামের ওপর বামদিকে প্রেরকের ঠিকানা ও ডান দিকে প্রাপকের ঠিকানা লিখতে হয়।) ও পত্রগর্ভ (এটি হচ্ছে চিঠির ভেতরের অংশ। পত্রের মূল বিষয়কে পত্রের গর্ভাংশ বলা হয়।)।