Solution
Correct Answer: Option B
- সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
- যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
- যেমন: বিলাত থেকে ফেরত = বিলাত ফেরত। এখানে, সমস্ত পদ = বিলাত ফেরত; ব্যাসবাক্য = বিলাত থেকে ফেরত; সমস্যমান পদ = বিলাত, ফেরত; পূর্বপদ = বিলাত; পরপদ = ফেরত।