ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
A মাগধী প্রাকৃত
B মহারাষ্ট্র প্রকৃত
C অর্ধমাগধী প্রাকৃত
D গৌড়ীয় প্রাকৃত
Solution
Correct Answer: Option D
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ,বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে (৬৫০) খ্রিষ্টাব্দে ) । - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ,বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে । - ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে,বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions