কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ  

A বিমনা

B স্বজন

C প্রভাত

D নির্বিঘ্ন

Solution

Correct Answer: Option A

- যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
- যেমন: বিচলিত মন যার = বিমনা।
- প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত (প্রাদি সমাস); সৎ যে জন = সজ্জন (কর্মধারয়); বিঘ্নের অভাব = নির্বিঘ্ন (অব্যয়ীভাব)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions