Solution
Correct Answer: Option B
- পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়।
- এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো- ইউরোপীয়।
- ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়।
- বাংলা ভাষা উৎপত্তির স্তরবিন্যাস: ইন্দো-ইউরোপীয় → শতম → হিন্দু আর্য → ভারতীয় আর্য → প্রাচীন ভারতীয় আর্য → প্রাচীন কথ্য ভারতীয় আর্য → প্রাচীন প্রাচ্য → গৌড়ী প্রাকৃত → গৌড়ী অপভ্রংশ → বঙ্গ-কামরূপী → বাংলা ।