কঙ্গোর রাজধানী কোনটি?

A রুয়াল্ড

B জাম্বিয়া

C কিনসাসা

D লুসাকা

Solution

Correct Answer: Option C

- বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতার পর ১৯৬৪ সালে কঙ্গোর নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো।
- এরপর ১৯৭১ সালে দেশটির নামকরণ করা হয় জায়ার।
- পুনরায় ১৭ মে, ১৯৯৭ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
- এর রাজধানী কিনসাসা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions