তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম-
A মাটির ময়না
B রানওয়ে
C মুক্তির গান
D নরসুন্দর
Solution
Correct Answer: Option B
- রানওয়ে বাংলাদেশের বিখ্যাত বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত একটি চলচ্চিত্র। - চলচ্চিত্রটির কাজ শুরু হয় ২০০৮ সালের অক্টোবরে এবং শেষ হয় ২০০৯ সালের এপ্রিলে । - ক্যাথরিন মাসুদ প্রযোজিত কাহিনীচিত্রটির পটভূমি ২০০৫-০৬ সালে সংঘটিত বেশ কিছু জাতীয় ও আন্তর্জািতক ইসু , চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১০ সালে।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions