বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদআসল কত হবে?
A ৯৩২ টাকা
B ১৫০০ টাকা
C ১০০০টাকা
D ১২৪৫টাকা
Solution
Correct Answer: Option A
এখানে,
r=5.50
n=3 বছর
p=800টাকা
আমরা জানি,
I=Pnr/100
= (800 x 3 x 5.50)/100
= 132 টাকা
∴সুদাসল=800 +132
= 932 টাকা