লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কী বলে?
Solution
Correct Answer: Option B
বাক্যের অথ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যে ভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখাবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা বিরাম বা ছেদচিহ্ন। যতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরিতি চিহ্নও বলে।
বাংলা ভাষায় ব্যবহৃত বিরামচিহ্ন সমূহ:
- কমা / পাদচ্ছেদ (,),
- সেমি কোলন (;),
- দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।),
- প্রশ্নবোধক চিহ্ন (?),
- বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!),
- কোলন (:),
- ড্যাস চিহ্ন (-),
- কোলন ড্যাস (:-),
- হাইফেন বা সংযোগ চিহ্ন (-),
- ইলেক বা লোপ চিহ্ন ('),
- উদ্ধরণ চিহ্ন (''),
- ব্রাকেট বা বন্ধনী চিহ্ন (),
- বিন্দু (.),
- ত্রিবিন্দু (...),
- বিকল্প চিহ্ন (/) ।