Solution
Correct Answer: Option B
সমাস কথাটির অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।
যেমনঃ হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি।
এখানে ব্যাসবাক্য 'হাত হাতে যে যুদ্ধ' সংক্ষিপ্ত হয়ে সমস্তপদ 'হাতাহাতি' হয়েছে।