টুইটার কি?

A এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং

B এক প্রকার সফটওয়ার

C এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম

D এক প্রকার কম্পিউটার ভাইরাস

Solution

Correct Answer: Option A

 টুইটার সামাজিক মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
- ২০০৬ সালে Jack Dorsey, Noah Glass, Biz Stone, Evan Williams কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions