Solution
Correct Answer: Option A
-থাইরক্সিন প্রাথমিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি দ্বারা গোপন হয়। থাইরক্সিন শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে ।
-থাইরক্সিন হরমোনের কম ক্ষরনের ফলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়।এক্ষেত্রে শিশুরা জড় বুদ্ধি সম্পন্ন হয়,শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিছুটা বৃদ্ধির পর এদের আর বৃদ্ধি ঘটে না,যৌন লক্ষন প্রকাশিত হয় না,উদর বড় হয় এবং বিএম আর হ্রাস পায়।