"লেডি উইথ দি ল্যাম্প" কার উপাধি?

A সরোজিনী নাইডু

B মাদার তেরেসা।

C রানী এলিজাবেথ

D ফ্লোরেন্স নাইটিঙ্গেল

Solution

Correct Answer: Option D

লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটঙ্গেলের , ক্রিমিয়ার যুদ্ধের সাথে 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি জড়িত। যুদ্ধটি ১৮৫৩ সালের অক্টোবর মাসে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা-শুশ্রুষা করে তাদের আস্থা অর্জন করেন । ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions