২০১০ সালে কোন দেশের ৩৩ জন আটকে পড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়? (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন)
A কিউবা
B চিলি
C ব্রাজিল
D মেক্সিকো
Solution
Correct Answer: Option B
৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।