শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত?
Solution
Correct Answer: Option B
ধরি , অভ্রুর বর্তমান বয়স x বছর ।
শুভ্রর 2x বছর ।
প্রশ্নমতে , (2x - 3)=3(x-3)
বা , 2x-3=3x-9
বা , x = 6
শুভ্রর বর্তমান বয়স (2 × 6 ) বছর= 12 বছর