শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত?

A ৬ বছর

B ১২ বছর

C ১৪ বছর

D ১৬ বছর

Solution

Correct Answer: Option B

ধরি , অভ্রুর বর্তমান বয়স x  বছর ।
         শুভ্রর                      2x বছর ।
প্রশ্নমতে , (2x  - 3)=3(x-3)
           বা ,  2x-3=3x-9
            বা , x = 6
শুভ্রর বর্তমান বয়স (2 × 6 ) বছর= 12 বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions