দেওয়া আছে, সিরাপ ও পানির অনুপাত ২ঃ১ অনুপাতের যোগফল=৩ ৬০ লিটার মিশ্রনে সিরাপ আছে ৬০ এর ২/৩=৪০ ৬০ লিটার মিশ্রনে পানি আছে ৬০ এর ১/৩=২০ লিটার মনে করি, ক লিটার পানি মিশাতে হবে প্রশ্নমতে,৪০/(২০+ক)=১/২ বা, ২০+ক=৮০ ∴ ক=৬০ লিটার
দেওয়া আছে, সিরাপ ও পানির অনুপাত ২ঃ১ অনুপাতের যোগফল=৩ ৬০ লিটার মিশ্রনে সিরাপ আছে ৬০ এর ২/৩=৪০ ৬০ লিটার মিশ্রনে পানি আছে ৬০ এর ১/৩=২০ লিটার মনে করি, ক লিটার পানি মিশাতে হবে প্রশ্নমতে,৪০/(২০+ক)=১/২ বা, ২০+ক=৮০ ∴ ক=৬০ লিটার
অ্যাম্প্লিফায়ার এর মাধ্যমে সিগন্যালে মাত্রা বাড়িয়ে দেয়া হয়। জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আর ভোল্টেজ, কারেন্ট এবং রোধ পরিমাপ করে মাল্টিমিটার।
প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন। খাদ্যের ৬টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনাও করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সকল প্রকার প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়।
উল্লেখ্য, ৩ জুন ২০২১ জাতীয় সংসদে পেশ করা হয় ২০২১-২২ অর্থবছরের বাজেট। এটি বাংলাদেশের ৫০তম (অন্তবর্তীকালীনসহ ৫১তম) বাজেট। মোট বাজেটের পরিমাণ ছিলো ৬,০৩,৬৮১ কোটি টাকা
রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির অপার সম্ভাবনা ও বহির্বিশ্বে ব্যাপক চাহিদার কারণে একে বাংলাদেশের ‘White Gold' বলা হয়। -দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় বাগেরহাটে ১৫ মার্চ ২০১১ সালে। - খুলনা অঞ্চলকে চিংড়ি চাষের জন্য 'কুয়েত সিটি' বলা হয়। - ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ শুরু হয়। - ৮০ দশক থেকে বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে।
বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবের পাড়া। এখানে বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়)। মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি।
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ আইন ভিভাগের প্রধান প্রতিষ্ঠান। - আইন বিভাগের কাজ হলঃ আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি নির্বাচন, সরকার গঠন বিষয়ক ক্ষমতা - সংবিধানের ৫৫ নং অনুচ্ছদের মন্ত্রিসভা গঠনের উল্লেখ রয়েছ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। এগুলো হলো- ১মঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; ২য়ঃ বিলুপ্ত; ৩য়ঃ শপথ ও ঘোষণা; ৪র্থঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; ৫মঃ ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ; ৬ষ্ঠঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা ৭মঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।