মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর) - ১৯-০২-২০২১ (70 টি প্রশ্ন )
x-4 - 0.0001 = 0 
⇒ x-4 = 0.0001
⇒ x-4 = 10-4
⇒ x = 10
⇒ x2 = 100

ধরি, সংখ্যাটি x 

x এর ৪০% + ৪২ = x 

=> ৪০x/১০০ +৪২ = x     
=> ২x/৫ + ৪২  = x 
=> ২x + ২১০ = ৫x         
=> ৫x - ২x = ২১০
=> x = ২১০/৩    
x = ৭০  


1/2 × x% = 3/4
⇒ 1/2 × x/100 = 3/4
⇒ x = 150
১ ঘন্টা = ৬০ মিনিট
৬০ মিনিটে যায় ৯২.৪ কি.মি
১      "        "  ৯২.৪/৬০ "
১০      "        "  (৯২.৪  × ১০ )/৬০ "
                  = ১৫.৪ কি.মি
                  = (১৫.৪ × ১০০০) মি
                  = ১৫,৪০০ মি
 

দেওয়া আছে, সিরাপ ও পানির অনুপাত ২ঃ১
অনুপাতের যোগফল=৩
৬০ লিটার মিশ্রনে সিরাপ আছে ৬০ এর ২/৩=৪০
৬০ লিটার মিশ্রনে পানি আছে ৬০ এর ১/৩=২০ লিটার
মনে করি, ক লিটার পানি মিশাতে হবে
প্রশ্নমতে,৪০/(২০+ক)=১/২
বা, ২০+ক=৮০
∴ ক=৬০ লিটার
দেওয়া আছে, সিরাপ ও পানির অনুপাত ২ঃ১
অনুপাতের যোগফল=৩
৬০ লিটার মিশ্রনে সিরাপ আছে ৬০ এর ২/৩=৪০
৬০ লিটার মিশ্রনে পানি আছে ৬০ এর ১/৩=২০ লিটার
মনে করি, ক লিটার পানি মিশাতে হবে
প্রশ্নমতে,৪০/(২০+ক)=১/২
বা, ২০+ক=৮০
∴ ক=৬০ লিটার
একটি পণ্যের মূল্য = ১০০টাকা
তাহলে,
ডিসকাউন্ট এর মূল্যে = ১০০ × ৯০/১০০ × ৮০/১০০ × ৬০/১০০
= ৪৩.২
সুতরাং, মূল্য পার্থক্য = (১০০-৪৩.২) = ৫৬.৮%
 

এই অংকটি অপশন থেকে বের করা সহজ।
প্রশ্নে বলা আছে, দ্রব্যটির ক্রয়মুল্য ও তার শতকার লাভের সমান।
এবং তাদের যোগফল ৭৫ হবে।
তাহলে, ৫০ এর ৫০% লাভ ২৫ হয়। 
আর, যোগফল ৫০ + ২৫ =৭৫ হয়। 
 

দেয়া আছে, ∛125×8 = ∛{(5)3×8} 
 
=5{3×(1/3)} × 8 
 
= 5 × 8 = 40

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সূত্রঃ সুদের হার × সময় = ১০০ ( প্রদত্তগুণ - ১ )
 
r × ৮ ={ ১০০ ( ২-১ )}
 
=> r = ১২.৫% 

২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছেঃ ২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩, ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ । 
 
২৫৩ সংখ্যাটি মৌলিক নয় ।
ধরি, বৃত্তের ব্যাস 2r; ∴ ব্যাসার্ধ = r; ক্ষেত্রফল = πr2
 
ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ব্যাস হবে 6r; ব্যাসার্ধ = 3r 
 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2 = 9πr2
 
অর্থাৎ, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে । 

Log2(1/32) 
 
= log2(32)-1 
 
= (-1) log2 32 
 
= - log2 25 
 
= -5 log2
 
= -5 (1)
 
= -5 

ধরি, 'ক' এর ক্রয়মূল্য = ১০০ টাকা 
'ক' এর বিক্রয় মুল্য = ১২০ টাকা 
 
আবার, খ এর ক্রয়মূল্য = ১২০ টাকা 
'খ' এর বিক্রয় মূল্য = ১০০ টাকা 
 
শতকরা ক্ষতি হয় =[ {( ১২০-১০০)/১২০}×১০০ ]% 
 
= (২০০০/১২০)% = ১৬ (২/৩)%

১.১ + ০.০১ + ০.০০১১ = ১.১১১১

দেয়া আছে, 4x + 12 = 36 
 
=> 4x = 36 - 12 = 24 
 
∴ 2x = 24/2 = 12 
 
অতএব, 2x + 3 = 12 + 3 = 15 

ধরি, বড় অংশ ৩x ফুট 
 
∴ ছোট অংশ ৩x এর ২/৩ = ২x ফুট 
 
প্রশ্নমতে, ৩x + ২x = ২০ 
 
=> ৫x  = ২০ 
 
∴ x = ৪ 
 
ছোট অংশ = ২x = ২ × ৪ = ৮ ফুট 

ধরি, 
চতুর্থ সমানুপাতিকটি = x 
 সমানুপাতে, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
 => ৬x = ১২ × ৮ 
 => ৬x = 96 
 ∴ x = ১৬

আমরা জানি, 
 
দুটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু 
 
∴ সংখ্যা দুটির গ.সা.গু = (সংখ্যা দুটির গুণফল/সংখ্যা দুটির ল.সা.গু)  = (১৫৩৫/৯৬) = ১৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, p(x) = x4 - 5x3 + 7x2 - a

বহুপদীর একটি উৎপাদক ( x - 2 ) হলে p(x) = 0 হয় ।

সুতরাং ( x - 2 ) = 0

∴ x = 2

অতএব, p(x) = x4 - 5x3 + 7x2 - a

p(2) = 24 - (5×23) + (7×22) - a

=> 0 = 16 - (5 × 8 ) + ( 7×4 ) - a

=> 0 = 16 - 40 + 28 - a

∴ a = 44 - 40 = 4
অ্যাম্প্লিফায়ার এর মাধ্যমে সিগন্যালে মাত্রা বাড়িয়ে দেয়া হয়। জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আর ভোল্টেজ, কারেন্ট এবং রোধ পরিমাপ করে মাল্টিমিটার।
ফেসবুক, টুইটার এবং লিংকড ইন হলো সামাজিক যোগাযোগের মাধ্যম। কিন্তু উইকিপিডিয়া হলো একটি উন্মুক্ত বিশ্বকোষ বা তথ্যভাণ্ডার।
✔বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস সমূহঃ
Keyboard,Mouse,Joy Stick,Microphone ,Scanner ইত্যাদি।

✔বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস সমূহঃ
Monitor; Printer; Audio Speakers; Headphones ইত্যাদি।
প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন। খাদ্যের ৬টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনাও করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সকল প্রকার প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়।
উল্লেখ্য, ৩ জুন ২০২১ জাতীয় সংসদে পেশ করা হয় ২০২১-২২ অর্থবছরের বাজেট। এটি বাংলাদেশের ৫০তম (অন্তবর্তীকালীনসহ ৫১তম) বাজেট। মোট বাজেটের পরিমাণ ছিলো ৬,০৩,৬৮১ কোটি টাকা
রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির অপার সম্ভাবনা ও বহির্বিশ্বে ব্যাপক চাহিদার কারণে একে বাংলাদেশের ‘White Gold' বলা হয়।
 -দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় বাগেরহাটে ১৫ মার্চ ২০১১ সালে।
- খুলনা অঞ্চলকে চিংড়ি চাষের জন্য 'কুয়েত সিটি' বলা হয়। 
- ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ শুরু হয়।
- ৮০ দশক থেকে বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে। 
বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবের পাড়া। এখানে বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়)। মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি।
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ আইন ভিভাগের প্রধান প্রতিষ্ঠান।
- আইন বিভাগের কাজ হলঃ আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি নির্বাচন, সরকার গঠন বিষয়ক ক্ষমতা 
- সংবিধানের ৫৫ নং অনুচ্ছদের মন্ত্রিসভা গঠনের উল্লেখ রয়েছ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হয়। 
ওয়ার্ল্ড স্ট্যাট প্রতিবেদন -২০২১ অনুযায়ী ২০২০ সালে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন, দিতিও-ভারত

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি।
এগুলো হলো-
১মঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন;
২য়ঃ বিলুপ্ত; ৩য়ঃ শপথ ও ঘোষণা;
৪র্থঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী;
৫মঃ ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ;
৬ষ্ঠঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
৭মঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0