জাতীয় সংসদ সচিবালয় (ব্যাক্তিগত কর্মকর্তা) – ১৫.০৫.২০২৩ (100 টি প্রশ্ন )
● ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রভাকর' পত্রিকা সালে প্রথমে সাপ্তাহিক হিসেবে এবং ১৮৩৯ দৈনিকরূপে প্রকাশিত হয়।
● দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক পত্রিকা 'কল্লোল' (১৯২৩);
● জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা 'দিগদর্শন' (১৮১৮) ও 'সমাচার দর্পণ” (১৮১৮)।

মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন ও প্রথম বাঙালি সনেটকার ।

তার লেখা চতুর্দশপদী কবিতাবলী বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন । তিনি ইতালীয় কবি পেত্রার্ক অনুকরনে এসব সনেট রচনা করেন ।

চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা :
- বঙ্গভাষা
- কপোতাক্ষ নদ
- আশা ইত্যাদি


দেওয়া আছে,
বর্গের এক বাহু a=5
∴ কৰ্ণ a√2 = 5√2
তাহলে,
কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
= (5√2)2 = 25 × 2 = 50 বর্গফুট

Executive Committee of National Economic Council (ECNEC) বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি। এটি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা এবং অনুমোদন প্রদান করে। ১৯৮২ সালে একনেক গঠিত হয়। ২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে একনেক কমিটির চেয়ারপার্সন থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অনুপস্থিতিতে একনেকের সভায় বিকল্প চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী যেসব সংস্থার প্রধানঃ
● NEC - National Executive Committee EC 
● ECNEC - Executive committee of NEC 
● NICAR - National Implementation Committee of Administrative Reorganization-Reform. -
● জাতীয় পরিবেশ কমিটি 
● বাংলাদেশ বিনিয়োগ বোর্ড 
● রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
● বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ( BEPZA)


যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন- সোনা, তামা, নিয়ন, কার্বন, হিলিয়াম, লিথিয়াম, সিলিকন, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি।
● বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস প্রথম উপলব্ধি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে ‘উচ্চবচ ধ্বনিতরঙ্গ' ও ‘অনতিলক্ষ্য ছন্দস্রোত’ সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে, সেখানে যতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যেকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি ‘বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান।

● বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর;
● বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরী;
● রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে castle বসবে। Built a castle- অর্থ- আকাশ কুসুম চিন্তা করা।
প্রথম গোলকের ব্যাসার্ধ ৩r হলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ২r
প্রথম গোলকের আয়তন = ৪/৩π(৩r) = ৪/৩ *২৭πr
দ্বিতীয় গোলকের আয়তন =৪/৩π(২r) = ৪/৩ *৮πr

⇒ প্রথম গোলকের আয়তন/দ্বিতীয় গোলকের আয়তন
= (২৭πr3*৪/৩)/(৮πr3*৪/৩)
=২৭/৮
.:প্রথম গোলকের আয়তন : দ্বিতীয় গোলকের আয়তন
= ২৭ : ৮
CFC হচ্ছে ক্লোরো-ফ্লোরো কার্বন এর সংক্ষিপ্ত রূপ। এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এটি বায়ুমন্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। CFC + 03 → 02 +.... অক্সিজেনে পরিণত হওয়ার কারণে সংশ্লিষ্ট ওজোন স্তর হালকা হয়ে অবশেষে ফুটো হয়ে যায় বা ফাটল সৃষ্টি হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সাধারণত singular number এর শেষে eau থাকলে plural করার সময় এর সাথে eaux যোগ করতে হয়। Portmanteau এর plural form দুইটি Portmanteaus  ও Portmanteaux.
=1/2×(a+b)×h
=1/2×(6+10)×5
=1/2×16×5
=40 বর্গ ফুট।
According to the 2022 World Nuclear Industry Status Report, 
- USA : 92
- France : 56
- China : 55
- Russia : 37

Adulterate (ভেজাল মেশানো) অর্থ- to make impure

অনেকে মনে করতে পারেন এটার Pollute -ও হবে, pollute এর অর্থ "দূষণ" যা বলতে সাধারণত পরিবেশে ক্ষতিকারক বা অবাঞ্ছিত পদার্থের দূষণ বা প্রবর্তন বোঝায়।

"to make impure" বলতে সাধারণত কোনো কিছুতে নিম্নমানের বা অনুপযুক্ত পদার্থ যোগ করার কাজকে বোঝায়,


আমরা জানি,
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2
যেখানে a = ঘনকের যে কোনো এক বাহু
প্রশ্নমতে, 6a2 = 726
    → a2 = 121
    → a = 11
∴ আয়তন = a3 = 113 = 1331 ঘন মিটার ।
'Go in for' (প্রতিযোগিতা করা/ পরীক্ষা দেওয়া) phrasal verb-টির অর্থ- to sit for.
'কোনো কিছুর দিকে বোঝাতে preposition হিসেবে to বসে। Come to the park with me - চলো পার্কের দিকে যাওয়া যাক।
সংখ্যাটি =(৩২+৫৮)/২
          =৯০/২
          =৪৫
'Corporal punishment' (শারীরিক দণ্ড) phrase-টির অর্থ- physical punishment.
- জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি।
- ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে ইউরোপের ২৯টি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত।
- সর্বশেষ ৩১ মার্চ ২০২৪ শেনজেনভুক্ত হয়- রোমানিয়া ও বুলগেরিয়া।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Compound sentence-এ সাধারণত একাধিক principal clause-কে and, but, yet ইত্যাদি co-ordinate conjunction দ্বারা যুক্ত করা হয়।
শুদ্ধ বানান: bourgeois (মধ্যবিত্ত শ্রেণির লোক)।
কিছু আদা নিয়ে বাগধারা শিখে নিনঃ
১.আদা জল খেয়ে লাগা: প্রাণপণ চেষ্টা করা
২.আদার বেপারী: সাধারণ লোক
৩.আদায় কাঁচকলায় : তিক্ত সম্পর্ক / শত্রুভাবাপন্ন

বাকিংহাম ব্রিটিশ রাজ পরিবারের বাসস্থান। এটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ১৭০৩ সালে এটি নির্মিত হয়। এর স্থপতি জন ন্যাশ ও এডওয়ার্ড ব্লোর।
যে সকল pronoun এক জাতীয় একাধিক noun এর মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে তাদেরকে distributive pronoun বলে। যেমন- each, either, neither ইত্যাদি।
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা ও
- জাপান।
- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।
- ২০১৪ সালে অন্য দেশগুলো ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে বর্জন করলে এটি আবার G-7
- এটি ১৯৭৫ সালে গঠিত হয়।
এর ৪৮তম সম্মেলন হয়েছে ২৬-২৮ জুন, ২০২২ বাভারিয়ান আল্লপ্স, জার্মানি।
পরমাণুর বিভাজনের মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে পারমাণবিক বোমা বলে। ফিশন প্রক্রিয়ায় এ বোমা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওপেন হেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন। ফিশন প্রক্রিয়ায় পরমাণুর বিভাজনের মাধ্যমে প্রচুর শক্তি নির্গত হয়। পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ২৩৫ ব্যবহৃত হয়।
Beneficial (লাভজনক/হিতকর) এর synonym হচ্ছে useful (উপকারী/হিতকর)।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে had been saving বসবে। বাক্যটি O’ Henry রচিত বিখ্যাত ছোট গল্প The Gift of Magi থেকে নেয়া হয়েছে।
মাইকেল অ্যাঞ্জেলো রেঁনেসা যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর ও স্থপতি।
তাঁর অনবদ্য চিত্রকর্ম হলো:
- সিসটিন চ্যাপেল,
- দি ক্রিয়েশন অব অ্যাডাম এবং
- দ্য লাস্ট জাজমেন্ট

আর ভাস্কর্য হলো ডেভিড, পিটা, মোজেস ও ম্যাডোনা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯৪৯ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে তুর্কিয়ে (তুরস্ক) ইসরাইলকে স্বীকৃতি দেয়। আর প্রথম আরব দেশ হিসেবে মিশর ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি দেয়। এরপর পর্যাক্রমে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ মুসলিম দেশ হিসাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান ইসরাইলকে স্বীকৃতি দেয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0