নিপোর্ট (হোম-ইকোনমিস্ট) - ১১.০২.২০২৪ (100 টি প্রশ্ন )
- কূটনীতিকদের আচরণগত বিষয় নিয়ে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা 'ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন্স' হিসেবে পরিচিত।
- এটি ১৯৬১ সালে স্বাক্ষরিত এবং ১৯৬৪ সালে কার্যকর হয়।
- চুক্তিটিতে মোট ৫৩টি আর্টিকেল রয়েছে।
Noun: Success
Verb: Succeed
Adjective: Successful
Adverb: Successfully
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে ১৯৫৫ সালে জাপানের নাগাসাকি শহরের 'নাগাসাকি শান্তি উদ্যানে' স্থাপন করা হয় 'পিস স্ট্যাচু'।
- জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এমন দেশগুলো এই উদ্যানে ভাস্কর্য নির্মাণ করতে পারে।
- এই উদ্যানটি বর্তমানে 'বিশ্বজনীন শান্তি ও নিরাপত্তা'র প্রতীক হয়ে উঠেছে।

- অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানি দূতাবাসের সামনে 'স্ট্যাচু অব পিস' অবস্থিত।
- এটি 'কমফোর্ট ওমেন স্ট্যাচু' নামেও পরিচিত।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনী কর্তৃক যৌন দাসত্বের শিকার কোরীয় নারীদের প্রতীক।
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয়।
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন।
- ভোক্তাগণ কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অধিদপ্তরের নিকট অভিযোগ দায়ের করতে পারেন।
- আর অভিযোগ প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ এবং জরিমানার ২৫ শতাংশ ভোক্তাকে প্রদান করা হয়।
- Past indefinite tense-এ থাকা double object যুক্ত active voice-কে passive voice এ রূপান্তর করার নিয়ম: দুটি object এর যে কোন একটিকে subject (তবে ব্যক্তিবাচক object-কে subject করাই শ্রেয়) + was/were + v3 + by + subject-কে object.
- অর্থাৎ সঠিক passive form-টি হচ্ছে- He was called a fool by us.
3x + 3x + 3x =3n
⇒ 3x(1 + 1 + 1) = 3n
⇒ 3x.3 = 3n
⇒ 3x + 1 = 3n
⇒ x + 1 = n
⇒ x = n - 1
- কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। 
- যেমনঃ ঘড়ির কাঁটার গতি, পাকদৌড়ের গতি, বৈদ্যুতিক পাখার গতি ইত্যাদি।
- ঘড়ির কাঁটার গতি লক্ষ্য করলে দেখা যায়, সেকেন্ডের কাটাটি প্রতি এক মিনিটে একবার এর কেন্দ্র বিন্দুর চারদিকে ঘুরে আসে।
- ঘড়ির কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা'।
- বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘কারাগারের রোজনামচা’ ।
- গ্রন্থটির নামকরণ করেন এবং ভূমিকা লেখেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা।
- ‘কারাগারের রোজনামচা গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়।
- ‘কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক শেখ রেহানা।
- এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
- বঙ্গবন্ধু রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’ ।
দেওয়া আছে, 
x + 1/x = 4
⇒ (x2 + 1)/x = 4
⇒ x2 + 1 = 4x

x/(x2 - 3x + 1) = x/(x2 + 1 - 3x)
                       = x/(4x - 3x)
                       = x/x
                       = 1

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
x² + x + 1 = 0 কে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, a = 1, b = 1, c = 1
এর নিশ্চয়ক = b² - 4ac
                = (1)² - 4.1.1
                = 1 - 4
                = -3 < 0

∴ সমীকরণটির মূলদ্বয় অবাস্তব ও অসমান।
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r = 10
বৃত্তের পরিধি 2πr

∴ প্রদত্ত বৃত্তের পরিধি = 2πr সেন্টিমিটার
= 2π× 10সেন্টিমিটার
= 20π সেন্টিমিটার
x2 - 3x + 2 < 0
⇒ x2 - x - 2x + 2 < 0
⇒ x(x - 1) - 2(x - 1) < 0
⇒ (x - 1)(x - 2) < 0

∴ অসমতাটির সমাধান: 1 < x < 2
- William Shakespeare (1564-1616) ছিলেন Elezabethan Age এর বিখ্যাত নাট্যকার।
- The Tempest (1610-1611) হচ্ছে Shakespeare এর Last work বা swan song.
- এ নাটকের কাহিনী সংক্ষেপ: মিলানের ডিউক প্রস্পেরো এবং তার মেয়ে মিরান্ডাকে নির্জন দ্বীপে নির্বাসন দেয় প্রস্পেরোর ভাই অ্যান্টোনিও।
- পরবর্তীতে নেপলসের রাজা অ্যালোনসো এবং রাজপুত্র ফার্দিনান্দের মাধ্যমে আবার তার রাজত্ব ফিরে পায়। ষড়যন্ত্রকারীরা শাস্তি পায় এবং পরিশেষে সবাই আবার একসাথে বসবাস শুরু করে।
১৪৯২ সালে কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন। পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে। 
- পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার । 
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
- দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল । 
- ১৯৮১ সালে ফ্রান্স প্রথম খালটি খনন কাজ আরম্ভ করে। প্রকৌশলগত ক্রুটির কারণে ফান্স খাল খনন কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৯০৪ সালে আমেরিকা খালটির খনন আরম্ভ করে এবং ১৯১৪ সালে সমাপ্ত করে। 
-  পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি’ বলা হয়।

০.৩ = ০.৩
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪৭
২/৫ = ০.৪
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'চক্রবাক' (১৯২৯)।
- কবির চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা এতে স্থান পায়।
- তিনি এটি উৎসর্গ করেন তৎকালীন ঢাকা ইন্টারমেডিয়েট কলেজের (বর্তমান- ঢাকা কলেজ) অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে।

তাঁর সাহিত্যকর্ম হলো:

কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- দোলনচাঁপা,
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি

উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান, জার্মানি ও ইতালি শক্তিকে একত্রে অক্ষশক্তি বলে ।
- জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি আক্রমণ করে
- এজন্য ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
Bear with (সহ্য করা) phrasal vearb টির অর্থ- tolerate.

Bear up- মনের জোর বজায় রাখা;
bear on- সম্পর্কিত।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- "Had better" এর পরে verb-এর base form (মূল রূপ) বসে।
- Subject + had better/would better/had rather + verb এর base form.
- Complete Sentence: We had better check the schedule of the examination.
Humankind/race (মানবজাতি) নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে anthropology (নৃবিজ্ঞান) বলে।

Anatomy- অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা;
physiology- প্রাণী ও উদ্ভিদের জীবনধারা সংক্রান্ত বিজ্ঞান;
biology- জীববিদ্যা।
Feed (খাওয়ানো) এর past এবং past participle form হচ্ছে fed.
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন।
- এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর'।
- এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।' 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।' 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।'
বাংলা ভাষায় আগত ‘আরবি ভাষার শব্দ:
- আসামী, আল্লাহ, আদালত, আলেম, আদমি, ইসলাম, ইনসান, ইদ, উকিল,
- তসবি, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায়, হজ, যাকাত, হালাল, হারাম ইত্যাদি।
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পাট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
সীমারেখা - অবস্থান:
ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান
র‍্যাডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইন - ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত সীমান্ত 
ম্যাজিনো লাইন - জার্মান ও ফ্রান্স। 
a3 - 9 + (a + 1)3
= a3 - 9 + a3 + 3a2 + 3a + 1
= 2a3 + 3a2 + 3a - 8
= 2a3 - 2a2 + 5a2 - 5a + 8a - 8
= 2a2(a - 1) + 5a(a - 1) + 8(a - 1)
= (a - 1) (2a2 + 5a + 8)
- যে সব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- আর এ প্রতিষ্ঠানের পদগুলো সাংবিধানিক পদ নামে অভিহিত।
সাংবিধানিক পদগুলো হলো:
- কমিশনার (বাংলাদেশ নির্বাচন কমিশন),
- চেয়ারম্যান (বাংলাদেশ সরকারি কর্মকমিশন),
- অ্যাটর্নি জেনারেল (অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়),
- জাতীয় সংসদ সচিবালয়,
- কম্পট্রোলার ও অডিটর জেনারেল (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়)।

- বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যার্টনি জেনারেলের মেয়াদ নির্দিষ্ট করা নেই এবং এ পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না।
- রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময় সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
 Masculine             Feminine
Roster (মোরগ)      -  Hen (মুরগি)
Ox/Bull (ষাঁড়)        - Cow (গাভী)
Dog (কুকুর)           -  Bitch (কুকুরী)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• A piece of cake (সহজলভ্য) idiom-টির অর্থ- a thing that is very easy to do.

গুরত্বপূর্ণ কিছু Idiom-
• French leave (অনুমোদন ছাড়া ছুটি) idiom-টির অর্থ- unlicensed leave.
• With flying colours (সাফল্য অর্জন) idiom- টির অর্থ- very successful.
• To see eye to eye (একমত হওয়া) idiom-টির অর্থ- agreeing with someone.
• Come to light (প্রকাশিত হওয়া/জানাজানি হওয়া) idiom-টির অর্থ- to publish.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0