Solution
Correct Answer: Option C
- ১৮৪০ সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম চা বাগান তৈরি করা হয়।
- আর ১৮৫৭ সালে বাণিজ্যিকভাবে সিলেটের মালনিছড়ায় চা বাগান তৈরি করা হয়।
- বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৬৯টি চা বাগান রয়েছে।
এর মধ্যে-
✔ মৌলভীবাজারে : ৯১টি
✔ হবিগঞ্জে : ২৫টি
✔ চট্টগ্রামে : ২২টি
✔ সিলেটে : ১৯টি
✔ পঞ্চগড়ে : ৯টি
✔ রাঙামাটিতে : ২টি
✔ ঠাকুরগাঁওয়ে : ১টি